শহিদুল ইসলাম,উখিয়া(৬ জুন) :: উখিয়ার ইয়াবা বাজার নামে খ্যাত পালংখালী ইউনিয়নের বালুখালী ঢালার মূখ এলাকায় ইয়াবার ভাগভাটোয়ারাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে এক ইয়াবা সিন্ডিকেটের সদস্য গুরুতর আহত হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনাটি ঘটেছে। আহত ইয়াবা চক্রের হোতা ফরিদ ড্রাইভারকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ঢালার মূখ এলাকার মৃত মোঃ আলমের ছেলে ফরিদ ড্রাইভার প্রকাশ ইয়াবা ড্রাইভার ও একই এলাকার কবির আহম্মদের ছেলে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোঃ শাহজাহান প্রকাশ ইয়াবা শাহজান ও রোহিঙ্গা পুতিয়া দীর্ঘ দিন ধরে ফরিদ ড্রাইভারের বাড়ী থেকে ইয়াবা ক্রয় করে থাকত।
উক্ত ইয়াবা ক্রয়ের বকেয়া ৫ হাজার টাকা না দিয়ে পার্শ্ববর্তী ইয়াবা আরদদার জুনু মিয়ার বাড়ী থেকে ইয়াবা ক্রয় করে যাওয়া সময় ইয়াবা চক্রের হোতা ফরিদ টাকা চাইতে গেলে এ হামলার ঘটনাটি ঘটে।
আহত ফরিদ ড্রাইভারের নিকট জানতে চাইলে, ফরিদ ড্রাইভার ও তার স্ত্রী দুই মাস আগে থেকে ইয়াবা ব্যবসা ছেড়ে দিয়েছে বলে প্রতিবেদককে জানান। উক্ত ঘটনায় ফরিদ ড্রাইভার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Posted ১২:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta