শহিদুলইসলাম উখিয়া(২৩ আগস্ট) :: ককসবাজার টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টের বিজিবি সদস্যরা যাএী বাহি গাড়ী তল্লাশী চালিয়ে এক হাজার ১শ ২০ পিস ইয়াবা সহ এক পাচারকারীকে অাটক করেছে।
এসময় একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার অানুমানিক মূল্য ৩লক্ষ ৩৭হাজার ৫শ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
বুধবার বিকালে এঅভিযান চালানো হয়।অাটককৃত যুবকের নাম শুক্কুর অালী।তিনি মহেশখালী উপজেলার চরপাড়া গ্রামের জালাল অাহম্মদের ছেলে। সুবেদার নজরুলইসলাম সত্যতা স্বীকার করেন।।
Posted ৮:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta