মোসলেহ উদ্দিন,উখিয়া(১৬ জুন) :: বৃহস্পতিবার সেহরী খাওয়ার সময়ে রোকেয়া বেগম (২২) নামের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করতে বসত বাড়িতে ঢুকলে গৃহবধূর আত্মচিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে ধর্ষককে আটক করে ইনানী পুলিশের হাতে তুলে দিয়েছে।
জালিয়াপালং ইউনিয়নের ইনানী চারা বটতলী এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার ছৈয়দ নুরের স্ত্রী বলে জানা গেছে।
রোকেয়া বেগম সাংবাদিকদের জানিয়েছেন, একই গ্রামের ইয়াবা ব্যবসায়ী মোঃ কাশেমের ছেলে দিদারুল আলম ইতিপূর্বেও তাকে কয়েক বার শ¬ীনতা হানীর চেষ্টা করে।
চাকুরীর সুবাদে তার স্বামী ছৈয়দ নুর চট্টগ্রামে অবস্থান করার সুযোগে বৃহস্পতিবার সেহরী খাওয়ার সময় বসত বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয় ইউ,পি, সদস্য নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছে।
ইনানী পুলিশ ফাঁড়ির এসআই ছোটন জানান, লম্পট দিদারুল আলমকে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। এ ঘটনা নিয়ে রোকেয়া বেগম থানায় একটি অভিযোগ করেছে।
Posted ৮:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta