মোসলেহ উদ্দিন,উখিয়া(২০ মে) :: ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয়ের অর্থায়নে হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি সফল করতে প্রশাসন তৎপর রয়েছে। উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নের ৩৭ টি প্রকল্পের মধ্যে পালংখালী ইউনিয়নে ৬ টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পালংখালী ইউনিয়নের বেশ কয়েকটি প্রকল্পের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন ২য় পর্যায়ের বাস্তবায়নাধীন প্রকল্পে দৃশ্যমান কাজ চলছে। যা নিয়ে এলাকার মানুষ উপকৃত হওয়ার সম্ভবনা রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে এ উপজেলায় হতদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু হয়েছে ৪ মে। ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যায় বরাদ্ধে ৩৭ টি প্রকল্পে ১৫শ ৬৫টি জন শ্রমিক কাজ করছে।
সরেজমিন শনিবার পশ্চিম বালুখালী আব্দুল মুনাফের বাড়ী হইতে গুরা মিয়ার বাড়ী পর্যন্ত ও শাহ আলমগীরের বাড়ী হইতে বদি আলমের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার কাজ ঘুরে স্থানীয় গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের লোকজন কর্মসৃজন প্রকল্পের কাজ ঘন ঘন পরিদর্শন করতে আশায় কাজ ফাঁকি দিতে পারছেনা সংশ্লিষ্টরা। যে কারনে গ্রামীন জনপদে এবারের মত দৃশ্যমান মাটির তৈরির কাজ আর কোন সময় হতে দেখা যায়নি।
প্রকল্প সভাপতি পালংখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার জানান, তার প্রকল্পে ৩৫ জন শ্রমিক কাজ করছে। একজন শ্রমিক প্রকল্পে অনুপস্থিত থাকলে তার টাকা ফেরত দেওয়া হবে।
এ ছাড়া পালংখালী ৮ নং ওয়ার্ডের নুরুল ইসলাম চকিদারের বাড়ী হইতে আবু তাহেরর বাড়ী পর্যন্ত নতুন গ্রামীন রাস্তা তৈরির কাজ করছে ৪৮ জন শ্রমিক। প্রকল্পের শ্রমিক সর্দ্দার আবু তাহের জানান, প্রায় দীর্ঘ দুই কিলোমিটার রাস্তাটি সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করতে গিয়ে শ্রমিকদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে।
প্রকল্প সভাপতি কামাল হোসাইন জানান, এখানে আগে কোন রাস্তা ছিলনা। জনসাধারনের দাবীর প্রেক্ষিতে রাস্তাটি নির্মান করা হচ্ছে।
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, চলমান কর্মসৃজন প্রকল্পে শতভাগ কাজ আদায় করার জন্য ইউপি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারা এসব উন্নয়ন কাজ পরিদর্শন করছে।
তিনি বলেন, জনস্বার্থে গ্রামীন অবকাঠামো সংস্কার কাজে কোন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ জানান, তিনি পালংখালী ইউনিয়নের প্রতিটি প্রকল্প ঘুরে দেখেছেন। শতভাগ কাজ আদায় করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta