মোসলেহ উদ্দিন, উখিয়া(১৮ জুন) :: কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্প থেকে গুম হওয়া সলিমের লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মোঃ সলিম (লাশ) কে সনাক্ত করেছে তার পিতা আলী আহামদ।
১৮ জুন রবিবার বিকাল ৩ টার দিকে উখিয়া থানা পুলিশের এসআই মাহবুবও এসআই কালাম বালুখালী খালীর থেকে উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য ককসবাজার মর্গে প্রেরণ করে।
বিভিন্ন জনের মতে, গত ১৩ জুন রাতের কোন এক সময়ে উখিয়া কুতুপালং শরনার্থী ক্যাম্পে বসবাসরত সিব্লকের বাসিন্দা আলী আহমদের পুত্র মোঃ সলিমকে সন্ত্রাসীরা অপহরণ করে। পরে তারা তাকে হত্যার করে বালুখালী খালীর খালে ফেলে দেয়।
কুতুপালং আনরেজিষ্টার্ড রোহিঙ্গা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি আবু সিদ্দিক বলেন, বালুখালীস্থ খালের পার্শবর্তী লোকজন লাশটি দেখতে পেয়ে, থানায় অবহিত করে। এ খবর আলী আহমদের পিতা জানতে পেরে ঘটনাস্থলে পৌছে লাশটি তার পুত্র মোঃ সলিম বলে জানায়।
উখিয়া থানার ওসি আবুল খায়ের লাশ উদ্ধার করার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta