শহিদুল ইসলাম, উখিয়া(৬ জুলাই) :: কক্সবাজারের উখিয়া উপজেলার ৫ টি ইউনিয়নে ২ দিনের টানা বর্ষনে অর্ধলক্ষাধিক মানুষ এখনো পানিবন্ধি। এখনো প্রত্যন্ত অঞ্চলে সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে। এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে পানিবন্ধি লোকজনের মাঝে কোন ধরনের সাহয্য সহযোগিতা পৌছেনি।
উক্ত দুই দিনের টানা বর্ষনে পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকার সরওয়ার ইসলামের ছেলে শাহরিয়ার হোসেন রাব্বি, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের হযরত আয়েশা (রঃ) দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী উত্তর সোনাইছড়ি গ্রামের জাফর আলমের মেয়ে ছমিরা আক্তার (১৪), রতœাপালং ইউনিয়নের সাদৃকাটা গ্রামের মৃত আবুল হোছনের ছেলে কামাল উদ্দিন(৫৫) ও একই ইউনিয়নের মধ্যম রতœাপালং গ্রামের মৃত অমূল্য বড়–য়ার ছেলে ইতেন বড়–য়া (১৪)।
এছাড়াও হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের তারাকিংকর বড়–য়ার ছেলে সাধন বড়–য়ার ছেলে সহ আরো দুই জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে উখিয়ার উপক’লীয় জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুই দিনের প্রবল বর্ষনে পূর্ব পাইন্যাশিয়া বড়–য়া পাড়া, চর পাড়া, লম্বরী পাড়া ও উত্তর সোনাইছড়ি সহ ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর খোজ খবর নেন এবং তাদেরকে নগদ অর্থ প্রদান করেন।
পরে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ও ১ নং ওয়ার্ডের ইউপি মনির আহম্মদের নেতৃত্বে ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার বিতরন করেন। মাদ্রাসা ছাত্রী ছামিরা আক্তারের মৃত দেহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
এসময় নিহত ছমিরা আক্তারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন। পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, প্রায় ৫শতাধিক বাড়ী কাচা রাস্তা, ব্রীজ কালভার্ট, পানের বরজ ও চিংড়ী ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া ও একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পাশাপাশি তালিকা তৈরির কাজ চলছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরি করে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে।
Posted ১২:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta