মোসলেহ উদ্দিন,উখিয়া(৯ আগস্ট) :: উখিয়া উপজেলার রুমখা বাজারপাড়ায় বসবাসরত বিধবা ঝরনা রানীকে তার দুলাভাই দীর্ঘদিন থেকে কুপ্রস্তাবে উত্যাক্ত করে আসছে। দুলাভাই দেবুদাশ নাছুড় বান্দা। চলে বলে কুশলে সে ঝরনাকে কুপ্রস্তাবে রাজি করাবেই।
শেষমেষ ৯ আগষ্ট সকাল ১০টার সময় দেবু ঘরের ভিতরে প্রবেশ করে ঝরনাকে জড়িয়ে ধরলে শোর চিতকারে বাড়ির অপরাপর লোকজন এসে তার পক্ষাবলম্বী হয়ে মারধর শুরু করে। একেরপর সবাই তাকে কিল লাথি ও ঘুষিতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
আরো লোকজন জড়ো হতে থাকলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় ণোকজন তাকে উখিয়া হাসপাতালে ভর্তি করায়। গত ৪ বছর আগে ঝরনার স্বামী হরি দাশ মারা যাওয়ার পর থেকে পরিবার পরিকল্পনার মাঠ কর্মি হিসাবে কাজ করে ৩ সন্তানকে নিয়ে অতি কষ্টে জীবন যাপন করে আসছে।
ঝরনা জানায়, তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য একেরপর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এই ব্যাপারে ভুক্তভোগী উখিয়া থানায় দেবু দাশ, খোকন দাশ, সুমি দাশসহ ৩ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
Posted ৮:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta