শহিদুল ইসলাম,উখিয়া(৬ আগস্ট) :: ককসবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২হাজার পিস ইয়াবা ট্যাবলেটও বিভিন্ন মামলার পলাতক ১৪জন অাসামীকে অাটক করতে সক্ষম হয়।
রবিবার দুপুরে ককসবাজার জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছেন।
উখিয়া থানার ওসি অাবুল খায়ের শনিবার রাতে উপজেলার ৫ টি ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাও অাসামীদের অাটক করি। অাটককৃত অাসামীরা দীঘদিন ধরে পলাতক ছিল।
Posted ৫:২৪ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta