শহিদুল ইসলাম,উখিয়া(২৫ আগস্ট) :: ককসবাজারের উখিয়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৪ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় জড়িত থাকার অভিযোগে ৫জন পাচারকারী অাটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে উখিয়া থানায় মাদক দ্রব্য অাইনে মামলা রুজু করা হয়।গত বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালায়।
উখিয়া থানার ওসি অাবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ বৃহম্পতিবার রাত দুইটার দিকে গ্রামবাসীর সহযোগীতায় রুমখা চেীধুরী পাড়া তিন রাস্তায় মোড়ে নাম্বার বিহীন একটি পিক অাপ গাড়ী তল্লাশী চালিয়ে ৪৪ হাজার পিস ইয়াবা সহ তিনজন কে অাটক করে থানায় নিয়ে অাসেন।
অাটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাইট্যং পাড়া গ্রামের মো:কাসিমের ছেলে মো: মুন্না(২০),একই উপজেলার মুরা পাড়া গ্রামের মো:কাশেমের ছেলে মো:অাবদুল্লাহ(১৯)ও রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তঙ্গগা কাটা গ্রামের মৃত ইদ্রিসের ছেলে মো:সাগর(২৫)।
অপরদিকে উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ বৃহস্পতিবার রাত ৭টার দিকে সী লাইন কাউন্টারের সামনে থেকে ৮শ ইয়াবা সহ দুইজনকে অাটক করেছে।
অাটককৃতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের নুর হোসেনের ছেলে অাবদুল হালিম(২২)ও একই ইউনিয়নের বাঘ ঘোনা গ্রামের গুরা মিয়ার ছেলে দুদু অালম প্রকাশ দুদু মিয়া (৩০)। উখিয়া থানার ওসি অাবুল খায়ের সত্যতা স্বীকার করেন।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta