মোসলেহ উদ্দিন,উখিয়া(২৪ ডিসেম্বর) :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতবাড়ীতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে নগদ টাকা,স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে গিয়ে স্কুল পড়–য়া শিশু কন্যা সহ ৩জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে ভর্তি করেছে। উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে আটক করেছে।
এ ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা গরুর বাজারে। ঘটনার পর থেকে সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মূখে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ করেছে কক্সবাজার আদালত কর্মচারীর পরিবার। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে মরিচ্যা বাজারের খেলার চলে কথা কাটাকাটি হয় ওই এলাকার ছৈয়দ আলমের ছেলে ইলিয়াছ ও বশির আহমদ প্রকাশ বার্মাইয়া বশিরের ছেলে নুরুল আবছারের মধ্যে। বিষয়টি তাৎক্ষণিক মিমাংশা করা হয়।
কিন্তু নুরুল আবছার তার ভাই নুর মোহাম্মদকে ফোন করিলে সে ১৫/২০ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ইলিয়াছের ঝাপিয়ে পড়লে সে আত্মরক্ষার্থে তার পাশ^বর্তী কক্সবাজার জজ কোটের কর্মচারী আকতার আহমদের বাড়ীতে আশ্রয় নেয়।
এসময় সন্ত্রাসীরা বাড়ীতে ঢুকে এলোপাতাড়ী তান্ডব চালিয়ে বাড়ীর মূল্যাবান মালামাল এবং আকতারের ভাই কপিলের ভিজা বাবদ রাখা নগদ ৪লাখ ২০হাজার টাকা, ৮ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এসময় বাধা দিতে গিয়ে মোস্তাক আহমদ, ছৈয়দ আলম সহ একজন স্কুল পড়–য়া শিশু কন্যা গুরুতর আহত হয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে আটক করলেও বাকী সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জজ কোর্টের কর্মচারী আকতার আহমদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা আমার বসতবাড়ীতে লুটপাট চালিয়ে ১০লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এছাড়াও ঘটনার পর থেকে আমাকে এবং আমার পরিবারের অপরাপর সদস্যদের প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে বার্মাইয়া নুরুল আবছার।
এ ঘটনায় আহত ছৈয়দ আলম বাদী হয়ে ধৃত নুর মোহাম্মদসহ ৬জন নামীয় ও ১০/১২জন অজ্ঞাতনামা আসামী করে উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৯:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta