শহিদুল ইসলাম,উখিয়া(২০ জুলাই) :: ককসবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যেীথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা যাএীবাহি গাড়ী তল্লাশী চালিয়ে ২হাজার ৯শ ৪০ পিস ইয়াবাসহ দুই নারীকে অাটক করেছে।জব্দকৃত ইয়াবার অানুমানিক মূল্য ৯লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক অভিযানে এসব ইয়া্বা উদ্ধার করা হয়। সুবেদার নজরুল ইসলাম বলেন বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই নারীকে অাটক করি।
অাটককৃতরা হল টেকনাফের অামতলী গ্রামের রহিমাখাতুন(৩৫)ও লেদা ক্যাম্পের সাজেদা বেগম(২৫)।এদের বিরুদ্ধে মাদক দ্রব্য অাইনে মামলা রুজু করা হয়।
Posted ৬:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta