শহিদুল ইসলাম, উখিয়া(২৮ আগস্ট) :: কক্সবাজারস্থ ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন রেজু আমতলী বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ পাচারকারীকে আটক করেছে।
সোমবার দুপুর ৩ টার দিকে অভিযান চালানো হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছেন।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মঞ্জুরুল হাসান খান বলেন, বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ মোঃ বিল্লাল (২৩) কে আটক করে।
আটককৃত যুবক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আবুল কালামের ছেলে।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta