শহিদুল ইসলাম,উখিয়া(১৫ জানুয়ারি) :: ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অাওতাধীন রেজুখাল যেীথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা যাত্রী বাহি সিএনজি গাড়ী তল্লাশী চালিয়ে এক হাজার নয়শত পিস ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে অাটক করে।
এসময় দুইটি মোবাইল সেট,একটি ব্যাগ উদ্ধার করে বিজিবি।জব্দকৃত ইয়াবার অানুমানিক মূল্য ৫লক্ষ ৭২ হাজার টাকা।অাটককৃত ব্যক্তি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের চাকমাপাড়া গ্রামের চয়মুং (২২)।
সোমবার দুপুরে সোনারপাড়া থেকে ককসবাজার গামী যাত্রী বাহী সিএনজি গাড়ী তে এ অভিযান চালানো হয়। ককসবাজারের রামু থানায় সোপর্দ্দ করা হয় বলে জানিয়েছেন ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক ইকবাল অাহমেদ।
Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta