শহিদুলইসলাম উখিয়া(১৮ জুলাই) :: ককসবাজারস্থ ৩৪ বডার গাড ব্যাটালিয়ান অাওতাধীন রেজু বিজিবির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮হাজার ৯ শ ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় বিজিবির সদস্যরা কাউকে অাটক করতে পারেনি।
৩৪বডার গাড ব্যাটালিয়ানের মজরুল হাসান বলেন মঙ্গলবার দুপুর সাড়ে তিন টার দিকে সোনারপাড়ার ঝউবন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্হায় এসব ইয়াবা উদ্ধার করে।
Posted ৮:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta