শহিদুল ইসলাম,উখিয়া(২৩ আগস্ট) :: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১টি পিকআপ, ১২ হাজার ৯শ প্যাকেট বার্মিজ সিগারেট, নগদ টাকা সহ ২ পাচারকারীকে আটক করেছে।
বুধবার সকালে রামু উপজেলার ধেছুয়াপালং এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দকৃত মালামালের মূল্য ১৮ লক্ষ ৮৪ হাজার ৬শ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
আটককৃতরা হল চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ডেমছা হাঙ্গরকুল গ্রামের আবদুর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম (২৬) ও একই এলাকার মৃত ইলিয়াছের ছেলে শাহাব উদ্দিন (২৬)। মরিচ্যা যৌথ চেকপোস্টের সুবেদার নজরুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেন।
Posted ২:০০ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta