মোসলেহ উদ্দিন,উখিয়া (১৯ জুন) :: প্রতিবন্ধী তৈয়বা বেগম (৩০) কে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে জালিয়াপালং ইউনিয়নের মনখালী জালিয়াপাড়া গ্রামের পাষন্ড সালামত উল্লাহ (৩৮)। প্রায় ৩ বছর ধরে অবাধ মেলামেশার পরও বিয়ের কথা এড়িয়ে যাওয়ায় অবশেষে ধর্ষিতা প্রতিবন্ধী তৈয়বা ২ জনকে আসামী করে সোমবার উখিয়া থানায় আইনের আশ্রয় নিয়েছে।
দায়েরকৃত অভিযোগে জানা যায়, জালিয়াপাড়া গ্রামে বসবাসরত প্রতিবন্ধী তৈয়বার সাথে ৩ বছর আগে সম্পর্ক গড়ে তোলে প্রতারক সালামত উল¬াহ। বিয়ের আশ্বাসে দৈহিক সম্পর্ক গড়ে তোলার পর তৈয়বা ৩ মাসের অন্তঃস্বত্ত্বা হলে বিষয়টি সর্বমহলে জানাজানি হয়
ইউ,পি, সদস্য মোহাম্মদ মুসা জানান, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সালিশী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জালিয়াপাড়া গ্রামের মৃত আলী হোছনের মেয়ে প্রতিবন্ধী তৈয়বা বেগমকে বিয়ে করার নির্দেশ দেওয়া হয় ধর্ষক সালামত উল¬াহকে।
তৈয়বা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, সালামত উল¬াহর দুসম্পর্কীয় ভাবী হামিদুল হকের মেয়ে খুরশিদা বেগমের মাধ্যমে সালামত উল¬াহর সাথে সম্পর্ক গড়ে উঠে এবং খুরশিদা বেগম ঔষুধ খাওয়াইয়ে তার গর্ভের সন্তান নষ্ট করে দেয়।
উপায়ন্তর না দেখে উখিয়া থানার শরণাপন্ন হয়েছি। আমি একজন প্রতিবন্ধী হিসাবে উক্ত ধর্ষকের বিচার চাই। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta