বার্তা পরিবেশক(২৬ ডিসেম্বর) :: কক্সবাজারের উখিয়ায় আগামী ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য “প্রয়াত: ভদন্ত রেবতপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া” অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ড. ইকবাল হোসেন।
উখিয়ার পাতাবাড়ী কেন্দ্রীয় আনন্দ ভবন বিহারের প্রয়াত: অধ্যক্ষের শেষকৃত্য অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতায় বেশি দরকার।
২৬ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১২টার দিকে অনুষ্ঠানস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সভাস্থল পরিদর্শনকালে তিনি নানা বিষয়ে খোঁজ খবর নেন এবং প্রয়াত: রেবতপ্রিয় মহাথের’র সংরক্ষিত মৃতদেহ দর্শন করেন।
সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, কক্সবাজারের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার এম. শহীদুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের, অফিসার ইনচার্জ (তদন্ত) মাকসুদুল আলম, এসআই প্রিয়তোষ চৌধুরী।
উপস্থিত ছিলেন, উদযাপন পরিষদের সমন্বয় প্রভাষক প্লাবন বড়–য়া, অর্থ সম্পাদক অনিল বড়–য়া, প্রকাশনা সম্পাদক শিক্ষক মেধু কুমার বড়–য়া, স্বেচ্ছাসেবক প্রধান শীলানন্দ বড়–য়া টিটু, রূপন বড়–য়া, অরিষ্ট বড়–য়া প্রমুখ।
Posted ৫:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta