মোসলেহ উদ্দিন,উখিয়া(১৪ জুন) :: কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে এক রোহিঙ্গা চিকিৎসক রোকসানা ফার্মেসীর মালিক মোঃ সেলিমের ভুল চিকিৎসার কারণে সাজেদা বেগম (২৫) নামের এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।
সে কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের ৫৪নং শেড, ৫নং রুম এ ব্লকের সব্বির আহমদের স্ত্রী বলে জানা গেছে।
ছব্বির আহমদ জানান, তার স্ত্রী সাজেদা বেগমের গায়ে জ্বর হলে তাকে রোহিঙ্গা ডাক্তার সেলিমের ফার্মেসীতে নিয়ে আসা হয়। এসময় সেলিম তার স্ত্রীকে একটি স্যালাইন পুষ করেন। কিছুক্ষণের মধ্যে সাজেদা বেগমের দেহ নিতর হয়ে পড়ে।
এমতাবস্থায় তাকে তড়িঘড়ি করে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা বেগমকে মৃত ঘোষণা করে। কুতুপালং ক্যাম্প ইনচার্জ শামশুদ্দোজা জানান, তিনি এধরনের একটি ঘটনা শুনেছেন।
এব্যাপারে রোহিঙ্গা চিকিৎসক সেলিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta