মোসলেহ উদ্দিন,উখিয়া(৩ আগষ্ট) :: ককসবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথচেক পোষ্টের বিজিবি সদস্যরা মালবাহী ট্রাকে র্তলাশী চালিয়ে ১৯ হাজার ৬শ ৯০ পিচ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে।
এসময় জব্দ করা হয় ১৫ হাজার ৫শ কেজি বার্মিজ আদা, একটি হিনো ট্রাক, ২টি মোবাইল সেট নগদ ৪২ হাজার ৫শ টাকা। আটককৃত মালামালের মুল্য ১ কোটি ২৫লক্ষ ৩৩হাজার ৫শ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নজরুল ইসলাম বলেন, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে ককসবাজার গামী মালবাহী ট্রাক যার নং চট্রমেট্রো ট ১১-১০৪২ গাড়ীটি তল্লাশী চালিয়ে ইনজিন কেভিনয়োরের ভিতরে লুকানো অবস্থায় এই ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় জড়িত থাকার অভিযোগে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল গ্রামের মৃত ফয়েজুর রহমানের ছেলে মন্জুর আলম(৫০)কে আটক করে বৃহস্পতিবার দুপুরে ককসবাজারের রামু থানায় সোপর্দ করা হয়।
Posted ৯:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta