মোসলেহ উদ্দিন,উখিয়া(২২ মে) :: উখিয়ার টিএন্ডটি বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম হাফেজ সাইফুল্লাহকে বাড়ি যাওয়ার পথে আটকিয়ে পিটিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় সিকদারবিল গ্রামের নুরুল বশরের ছেলে ভুক্তভোগী হাফেজ সাইফুল্লাহ (৩৫) বাদী হয়ে গতকাল সোমবার উখিয়া থানায় একটি অভিযোগ করেছে।
হাফেজ সাইফুল¬াহ জানান, তার মাদরাসার ছাত্ররা লজিং বাড়িতে যাওয়ার পথে এলাকার মোঃ হোছন ডিলারের ছেলে আবুল শামাসহ অপরাপর ৪/৫ দুর্বৃত্ত মাদরাসা ছাত্রদের মারধর করে।
এ ঘটনার প্রতিবাদ করতে গেলে গত রোববার রাত ১০ ঘটিকার দিকে বাড়ি যাওয়ার পথে ওই দুর্বৃত্তরা হাফেজ সাইফুল¬াহকে পথ গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১১:০৫ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta