মোসলেহ উদ্দিন,উখিয়া(১৯ আগষ্ট) :: যানজট এখন মানুষের দীর্ঘশ্বাসে পরিনত হয়েছে। জনপ্রতিনিধিও প্রশাসনের পক্ষ থেকে টমটম বা সিএন্ডজি গাড়ির নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা না হওয়ায় জনবহুল উখিয়া সদর ষ্টেশন, কোটবাজার, মরিচ্যাসহ বিভিন্ন স্থানে যত্রতত্র গাড়ী পার্কিং, ও যাত্রী উঠানামায় দুর্ভোগের শিকার হচ্ছে বলে পথচারী সাধারনের অভিযোগ।
যানজট নিরসনে কমপক্ষে ৩জন ট্রাফিকের প্রয়োজন থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে পথচারি, স্কুলগামীদের দুর্ভোগ বেড়েই চলেছে।
দেখা যায়, কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া বাজার, উখিয়া জিলা পরিষদ মার্কেট, কোটবাজার চৌরাস্তার মুখ, কোটবাজার-ইনানী সৈকত সড়ক, মরিচ্যা বাজার ষ্টেশনসহ বিভিন্ন স্থানে বিশেষ করে টমটম, ভটভটি ছারপোকাসহ নানা ধরনের অযোগ্য গাড়ী গুলো জনজীবন অতিষ্ট করে তুলেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈন উদ্দিন যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করে যত্রতত্র গাড়ী পার্কিং বন্ধ করার জন্য ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হলেও কার্যত: তিনি স্থান ত্যাগ করার পর ফের আগের মতোই।
পরিকল্পিত উখিয়া চাই পরিষদের আহবায়ক নুর মোহামদ সিকদার বলেন, মানষের প্রয়োজনে গাড়ী, গাড়ীর প্রয়োজনে মানুষ নয়। গাড়ীর প্রয়োজনে মানুষ না হলেও একশ্রেণীর বখাটে চালকদের বেপরোয়া নিয়মনীতি জনগনের অযথা দুর্ভোগের কারন হয়ে পড়েছে। গাড়ী চলবে কিন্তু জনগনের দুর্ভোগের কারণ হয়ে নয়। বিষয়টি প্রশাসনের আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে।
Posted ২:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta