শহিদুল ইসলাম,উখিয়া(১৩ জানুয়ারি) :: ককসবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় নবনির্মিত মধুরছড়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়েছে।এঘটনায় উখিয়ার কুতুপালং লম্বাশিয়া এলাকায় মমতাজ অাহম্মদ (৩৫)নামের এক রোহিঙ্গা খুন হয়েছে। জড়িত থাকার অভিযোগে অারিফ উল্লাহ নামের এক রোহিঙ্গা কে অাটক করেন।
শনিবার দুপুর দুইটার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি অাবুল খায়ের বলেন, মিয়ানমারের রাখইনে দুই বছর অাগে অারিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশ পালিয়ে অাসে মমতাজ।
অারিফ উল্লাহ শনিবার দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে মমতাজ কে ছুরিকাঘাত করে পালিয়া যাওয়ার সময় স্হানীয় সহযোগিতার অারিফ অাটক করে। গুরুত্বর অাহত মমতাজ অাহম্মদ কে কুতুপালং শরর্নাথী হাসপাতালে নেওয়ার পথে মৃত্য বরন করেন।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৩ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta