মোসলেহ উদ্দিন,উখিয়া(১৬ মে) :: কক্সবাজারের উখিয়ায় কালবৈশাখীর তান্ডবে কুতুপালং বস্তি, বালুখালী ও রেজিস্ট্রার্ড শরণার্থী ক্যাম্পে প্রায় সহ¯্রাধিক ঝুঁপড়িঘর লন্ডভন্ড হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে শত শত রোহিঙ্গা পরিবার।
মঙ্গলবার ভোর ৪ টার দিকে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গারা এখন খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছে।
ক্যাম্প ইনচার্জ জানান, রেজিস্ট্রার্ড ক্যাম্পে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা পরিবারের তালিকা করা হচ্ছে।
বালুখালী রোহিঙ্গা বস্তির লালু মাঝি জানান, ভোর রাতে আচমকা বয়ে যাওয়া কালবৈশাখীর ফলে ঘুমে থাকা রোহিঙ্গাদের অনেকেই আহত হয়েছে। আহতদের এমএসএফ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সে জানায় বালুখালী বস্তির প্রায় ২শতাধিক ঝুঁপড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
কুতুপালং রোহিঙ্গা বস্তি ম্যানেজম্যান্ট কমিটির সভাপতি আবু ছিদ্দিক জানান, ভোর রাতে কালবৈশাখীর তান্ডবে বস্তির প্রায় ৫শত ঝুঁপড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো ছেলে মেয়ে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।
কুতুপালং রেজিস্ট্রার্ড শরণার্থী ক্যাম্প ইনচার্জ শামশুদ্দোজা জানান, প্রায় আধা ঘন্টা স্থায়ী বয়ে যাওয়া কালবৈশাখীর তীব্র বাতাসের তোড়ে ক্যাম্পের ২ শতাধিক ঝুঁপড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করে তাদের গৃহ নির্র্মাণ উপকরণ সামগ্রী সরবরাহ দেওয়ার কাজ করছে।
Posted ৮:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta