মোসলেহ উদ্দিন, উখিয়া(১৬ মে) :: অবশেষে অনেক চড়াই উৎরাই পেরিয়ে উখিয়া শিক্ষা অফিসে কর্মরত অফিস সহকারি বশির আহমদের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগ তদন্ত করছেন। সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (সার্বিক) কক্সবাজার।
আগামী ১৮ মে বিকাল ৩ টায় উখিয়া শিক্ষা অফিস কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে এ তদন্তকার্য করার কথা রয়েছে।
উখিয়া শিক্ষা অফিসের অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বশির আহমদের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করে উখিয়া উপজেলার ১৪ জন প্রাথমিক শিক্ষক একটি অভিযোগ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।
এব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু সুব্রত কুমার ধর অভিযোগের তদন্ত প্রক্রিয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তে অভিযোগকারীদের কে যথা সময়ে তদন্তস্থলে উপস্থিত থাকার জন্য নোটিশ দেওয়া হয়।
Posted ১১:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta