সংবাদ বিজ্ঞপ্তি(১৫ জানুয়ারি) :: সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা তথ্য অফিসার নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, জি এম পল্লী বিদ্যুৎ খালেদ মো: সাইফুল।
সরকারের বিভিন্ন সেক্টরে অর্জিত সাফল্য ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় জনগণকে অবহিত করা হয়।
সভায় ভিশন:২০২১ এর আলোকে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ, মাতৃমৃর্ত্যু ও শিশু মৃর্ত্যুহার রোধ বিষয়ে সাফল্যসমূহ তুলে ধরা হয় ।
এছাড়াও বিগদ বছরের প্রবৃদ্ধির হার, মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি, গড় আয়ু বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা সভার পর জেলা তথ্য অফিসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta