মোসলেহ উদ্দিন,উখিয়া(২১ জুন) :: উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মোস্তফা কামালকে (১৬) অপহরণ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। অপহৃত ছাত্র হোয়াইক্যং ঘিলাতলী পাড়া গ্রামের হোছন আলীর ছেলে বলে জানা গেছে।
অপহৃত মোস্তফা কামালের বড়বোন রিনা ইয়াছমিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রাইভেট পড়ার উদ্দেশে পালংখালী আসার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
বিকেল ৪ টার দিকে মুঠোফোনে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে, পুলিশকে জানালে মোস্তফা কামালকে প্রাণে মেরে ফেলা হবে।
এ ব্যাপারে তার পিতা হোছন আলী বাদি হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
Posted ৩:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta