মোসলেহ উদ্দিন,উখিয়া(১ জুন) :: উখিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তোলাতলী নারকাটা ঘোনা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম মঞ্জুরা বেগম (২৫)।
হত্যাকারী ওই গ্রামের মৃত সোনালীর ছেলে ছৈয়দ হোসেন(৩৫) একজন মাদকসেবী ও ইয়াবা পাচারকারী বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিল্যের জের ধরে পাষণ্ড স্বামী স্ত্রীকে ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
Posted ২:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta