মোসলেহ উদ্দিন,উখিয়া(১১ জুন) :: দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবন তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি শিশু নিয়ে গৃহবধূ রিনা আকতার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনা নিয়ে গৃহবধূর শশুড়ি সোনা মেহের বাদি হয়ে উখিয়া থানায় ৫ মাস আগে একটি সাধারণ ডায়েরি করেন। দীর্ঘ ৫ মাস খোঁজাখুজি করার পর ২ নাতিসহ পালিয়ে যাওয়া পুত্রবধূর সন্ধান মেলে পেকুয়া উপজেলার ছিরাদিয়া গ্রামে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া গ্রামে গত ৩০ জানুয়ারি।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং গ্রামের আব্দু শুক্কুরের মেয়ে রিনা আকতারের (২৮) সাথে উখিয়া মাছকারিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নুর আলীর (৩০) বিয়ে হয় ২০১১ সালে। উভয়ের সংসারে ৫ বছর বয়সী মোহাম্মদ আলাউদ্দিন ও ৩ বছর বয়সী উম্মে আকতার সালমা নামের ২টি শিশুসন্তান রয়েছে।
মামলার বাদি সোনা মেহের জানান, ৩০ জানুয়ারি সকাল ১০টার দিকে তার পুত্রবধূ রিনা আকতার চিকিৎসার কথা বলে চকরিয়া উপজেলার সাহারবিল নয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুনাইদুর রহমান মানিকের (২৮) সাথে পালিয়ে যায়।
দীর্ঘদিন খোঁজাখুঁজির পর গত ৩০ মে নিখোঁজ নাতি ও তাদের মাকে মানিকের বোন পেকুয়া উপজেলার ছিরাদিয়া গ্রামে নাছির উদ্দিনের স্ত্রী লায়লা বেগমের ঘরে পাওয়া যায়। নাতি ও পুত্রবধূকে আনতে গিয়ে বৃদ্ধা শাশুড়ি ও তার ছেলে নুর আলীকে প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হতে হয়েছে বলে জানা গেছে। এব্যাপারে ৭ জুন সোনা মেহের বাদি হয়ে ৬জনকে আসামি করে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পরও থানা পুলিশ বৃদ্ধার ২ নাতি ও পুত্রবধূকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত অভিযোগের তদন্ত কর্মকর্তা পেকুয়া থানার এসআই বিপুল চন্দ্র রায় জানান, গৃহবধূ ও শিশুসন্তান দুটিকে উদ্ধারের প্রক্রিয়া চলছে।
Posted ১:৫৭ অপরাহ্ণ | সোমবার, ১২ জুন ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta