মোসলেহ উদ্দিন,উখিয়া(১৫ মে) :: কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা সোমবার বিকাল ৫ টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহি গাড়িতে তল্লাাসি চালিয়ে ৪৭ হাজার ২৮০পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় স্পেশাল যাত্রী বাহি গাড়ী নং ককসবাজার জ ১১-০১৯৫ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকও গাড়ীর মুল্য আনুমানিক ১ কোটি ৭৬ লক্ষ ৮২ হাজার টাকা বলে জানা গেছে।
মরিচ্যা বিজিবি’র নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, বিজিবি’র সদস্যরা গাড়ীতে তল্লাশি চালানোর সময় অপরাধিরা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে বলে বিজিবি জানিয়েছেন।
Posted ৭:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta