বিশেষ প্রতিবেদক,উখিয়া(৪ জুলাই) :: কক্সবাজারের উখিয়া বঙ্গমাতা মুজিব মহিলা কলেজ’র অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি পরিচন্ন রাজনীতিক গুরুতর অসুস্থ্য অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী’কে দেখতে ঢাকা বি আর বি হাসপাতালে তার সজ্জাপাশে ছুটে গিয়েছেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও উখিয়া-টেকনাফ থেকে চার চার বার নির্বাচিত সাবেক সাংসদ, সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৩টায় কক্সবাজার বিমান বন্দর থেকে এক ফ্লাইটে ঢাকার উদ্যেশ্যে রওনা হন তিনি। পরে ঢাকার উন্নত মানের হাসপাতাল বি আর বি তে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ্য অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী’কে দেখতে তার সজ্জাপাশে ছুটে যান পরিচন্ন রাজনীতিক জননেতা শাহজাহান চৌধুরী।
পরে শাহজাহান চৌধুরী নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাদের ছবি পোষ্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন “ছোট ভাই হামিদুল হক চৌধুরী গুরুতর অসুস্থ্য। এখন ঢাকার একটি উন্নত মানের হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহ তাকে সুস্থ্য করে দিন – আমিন।”
মুহুর্তেই উখিয়া-টেকনাফ তথা কক্সক্সবাজারের রাজনৈতিক সচেতন মহল উনার পোষ্টে মন্তব্য করতে শুরু করেছেন। মন্তব্যে সবাই লিখেছেন শাহজাহান চৌধুরী যে উদার মনের মানুষ ও পরিচন্ন রাজনীতিক তার দৃষ্টান্ত এটি। এই ছবি ব্যবহার করে সবাই নিজেদের ফেসবুক, টুইটারে পোষ্ট করতে শুরু করেছেন। উখিয়া-টেকনাফের রাজনৈতিক সচেতন ও সুশীল সমাজ রাজনীতির মাঠের জন্য সুবাতাস বলে মনে করছেন। এবং সবাই হামিদুল হক চৌধুরীর সুস্থ্যতা কামনা করেছেন।
Posted ৭:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta