শহিদুল ইসলাম, উখিয়া(২১ মে) :: কক্সবাজারের উখিয়া ও ঘুমধুমে বিজিবি এবং থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে।উখিয়ায় এক হাজার আট শ পিস ইয়াবা সহ একপাচার কারিকে আটক করেছে পুলিশ। আটক কৃত যুবকে রবিবার দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরন করা হয়।
উখিয়া থানার উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী কাষ্টমস এলাকায় যাত্রীবাহি গাড়ী তল্লাসী চালিয়ে ইয়াবা সহ নুরুল ইসলামকে আটক করেন।
আটককৃত যুবক উখিয়ার উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার মোঃ আবদুল নুরের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছেন।
অপরদিকে ৩৪ বর্ডার গাড ব্যাটালিয়ান আওতাধীন ঘুমধুম বিজিবি সদস্যরা চোরা চালান বিরোধী আভিযান চালিয়ে ১হাজার ৪শত ৬০পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে।
এসময় একটি মোবাইল সেট,ও দুইটি সিম উদ্ধার করা হয়।ঘুমধুম বিজিবির হাবিলদ্দার মোতালেব সহ একদল বিজিবি সদস্যরা শনিবার রাতে বালুখালী টিভি রিলে সংলগ্ন এলাকা থেকে ১৪৬০পিস ইয়াবা ট্যাবলেট,একটি মোবাইল সেট,দুইটি সিম,নগদ ৭৫০টাকাসহ মিয়ানমারের মংড়– থানার খিয়ারিপাড়ার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইলিয়াছ (৩০) মোঃ কবির হোসেনের ছেলে সফিআলম (২২)। আটক কৃত ২ব্যক্তি রবিবার দুপুরে উখিয়ার থানায় সোপর্দ করা হয় বলে উখিয়া থানার ওসি খায়ের জানিয়েছেন।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta