শহিদুলইসলাম উখিয়া(২৬ ডিসেম্বর) ::ককসবাজারের উখিয়া -টেকনাফ সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট শুরু। মঙ্গলবার বিকালে পালংখালী যুবরাজ সংস্হার খেলার মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন করেন ককসবাজার জেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।উদ্ভোধক ছিলেন উখিয়া -টেকনাফ অাসনের সংসদ সদস্য অাবদুর রহমান বদি।
বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্ম কর্তা মো:নিকারুজ্জামান, পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দীন চেীধুরী, ককসবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অালি অাহম্মদ,তরুন অাওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন জুয়েল।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উখিয়া উপজেলা অাওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকের,পালংখালী ইউনিয়ন অাওয়ামী লীগ সভাপতি এম মন্জুর, টেকনাফ পেীর অাওয়ামী লীগের সাধারন সম্পাদক অালম বাহাদুর,উখিয়া যুবলীগ সভাপতি মুজিবুল হক অাজাদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দীন।উক্ত টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় টেকনাফ ত্রুীড়াঙ্গন বনাম সোনার পাড়া বাচাই একাদশ।
টেকনাফ ক্রীড়াঙ্গন ১-০গোলে জয়লাভ করেন। খেলা পরিচালনা করেন সুধীর বড়ুয়া,রোস্তম,ইমন,অানোয়ার।
এসময় প্রধান অতিথি বলেন মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। অাগামী নির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রাথীকে বিজয় করতে নেতা কর্মীদের কাজ করার নির্দেশ দেন।
Posted ১:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta