মোসলেহ উদ্দিন,উখিয়া(১৮ মে) :: উখিয়া বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব মহিলা কলেজে জাতীয় ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুদ্দিন মোঃ শিবলী নোমান বলেছেন, লেখা পড়ার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা শিক্ষায় আরো এগিয়ে যেতে পারে।
অনলাইন ব্যবহারের মাধ্যমে পরস্পর যাবতীয় তথ্য আদান প্রদান করে অল্প সময়ে অধিক কাজ রা সম্ভব। তিনি ছাত্র-ছাত্রীদে কে ইন্টারনেট ব্যবহার করে নিজেকে পড়া লেখায় আরো গতিশীল করার আহবান জানান।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে জাতীয় ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক কাজী সাহাব উদ্দিন, প্রভাষক শাহ আলম প্রমূখ।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় ইন্টারনেট সপ্তাহের শেখ রাসেল ডিজিট্যাল ল্যাব, ইউনিয়ন ডিজিট্যাল সেন্টারসহ ৫ টি প্রতিষ্টান এতে অংশ নেয়।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta