মোসলেহ উদ্দিন,উখিয়া(১৫ মে) :: উখিয়া দারোগা বাজারের হিন্দু সম্প্রদায়ের বয়োজৈষ্ট মুরব্বী প্রফুল দেওয়ানজী সোমবার আড়াইটার দিকে ককসবাজারস্থ ডিজিটাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি ২ ছেলে ৩ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার সন্ধ্যা ৭টায় উখিয়া বাজারস্থ শ্বশানে তার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়।
উখিয়া পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি, সাধারন সম্পাদক রবিন্দ্র দাশ রবি, রাজাপালং পুজা উদযাপন পরিষদের সভাপতি জয়ধন ঘোষ, সাধারন সম্পাদক সজল ধর, রতনা পালং উদযাপন পরিষদের সভাপতি বিনস্বর শর্মা, সাধারণ সম্পাদক মাস্টার বিকাশ চৌধুরী, জালিয়াপালং উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার উল্লাস ধর, সাধারন সম্পাদক শংকর শর্মা, হলদিয়া পালং উদযাপন পরিষদের সভাপতি কার্তিক শর্মা, পালংখালীর উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার রাষ্টন, সাধারন সম্পাদক শিমুল দাশ, এবং মৃদুল আইচ সহ আরো অনেকে শোক জানিয়েছেন।
Posted ৭:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta