মোসলেহ উদ্দিন, উখিয়া(৬ জুলাই) :: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫৪০ পিস ও সিএনজি গাড়ীতে তল্লাশী চালিয়ে চালিয়ে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া গ্রামের মোঃ মোহর আলীর স্ত্রী লায়লা বেগমের নিকট থেকে ৯৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক ইকবাল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে লায়লা বেগমকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta