বিশেষ প্রতিবেদক,উখিয়া(৮ জুলাই) :: কক্সবাজারের উখিয়া সদর ষ্টেশনে চুরি সংঘটিত হয়েছে। বাবুল ষ্টোর ও প্রদীপ সেনের দোকানে এ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল ঐ দুই দোকান থেকে নগদ টাকা সহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায় গত শুক্রবার গভীর রাতে চোরের দল দোকানের পিছনের টিন কেটে প্রথমে বাবুল ষ্টোরে ডুকে নগদ ২০ হাজার টাকা,মোবাইল কার্ড, সহ ১ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।পরে একই সময় একই কায়দায় চোরের দল পাশাপাশি প্রদীপ সেনের দোকানে টিন কেটে ভিতরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
গভীর রাতে ২ দোকান চুরি হওয়ার খবরে স্হানীয় ব্যবসায়ীরা আতংকে রয়েছে। সম্প্রতি আমিন মোবাইল পয়েন্টে একই কায়দায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।পরেরদিন আমিন বাদী হয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে বাবুর ষ্টোরের মালিক এ প্রতিবেদক কে বলেন সকালে দোকান খুলে দেখি কেস খুলা,মালামাল অগোছালো, সন্দেহ হলে ওপরে দেখি টিন কাটা তখনই বুঝতে পারি দোকানে চুরি হয়েছে। প্রদীপ সেনের কাছে জানতে চাইলে তিনিও একই কথা বলেন।
২ দোকানের মালিক উখিয়া থানায় চোরের বিরুদ্দে মামলা করবেন বলে এ প্রতিবেদক কে নিশ্চিত করেন।
এব্যপারে জানতে চাইলে, উখিয়া থানার অফিসার্স ইনর্চাজ আবুল খায়ের বলেন ষ্টেশনে ২ দোকানে চুরি হওয়ার খবর শুনেছি,তবে এখনো পর্যন্ত কোন ব্যবসায়ী অভিযোগ দায়ের করেনি।যদি অভিযোগ হাতে আসে তদন্ত পূর্বক চোরদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta