প্রেস বিজ্ঞপ্তি(২৪ জুন) :: উখিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মৌলানা রফিক আহমদ কোরান থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে দৈনিক আলোকিত উখিয়ার সাংবাদিক নুর মুহাম্মদ সিকদারের সভাপতিত্বে উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্য ও সামাজিক অবস্থান ফিরিয়ে আনতে উখিয়া সাংবাদিক পরিষদ নামে একটি উদার মনের সংগঠন সৃষ্টি করার ব্যাপক আলোচনায় অংশ নেন- মিজানুর রশীদ সম্পাদক আলোকিত উখিয়া,
ওবাইদুল হক আবু চৌধুরী উখিয়া উখিয়া নিউজ ডটকম, মোসলেহ উদ্দিন সম্পাদক সীমান্ত বাংলা ডটকম, শহীদুল ইসলাম সিটিজি নিউজ, শ ম গফুর ই নিউজ৭১, হানিফ আজাদ সমকাল, সরোয়ার আলম শাহীন দৈনিক মানব জমিন, এম আবুল কালাম আজাদ এশিয়া বার্তা জেলা প্রতিনিধি, শহীদ মিরাজ দৈনিক ভোরের পাতা উখিয়া প্রতিনিধি, শফিক আজাদ বাংলাদেশ প্রতিদিন।
সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণসহ দেশের সার্ব্বিক বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশে বিরাজমান অনেক রাজনৈতিক দল থাকলে ও সবাইকে একতাবদ্ধ হয়ে দেশও জাতির সার্ব্বিক কল্যাণে এগিয়ে আসার আহবান জানানো হয়।
ঝিমিয়ে পড়া উখিয়া প্রেসক্লাবের কর্মকান্ড গতশীল করতে উখিয়া প্রেস ক্লাবের জৈষ্ট সাংবাদিকদের নিয়ে উখিয়া সাংবাদিক পরিষদের ব্যানারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।