কক্সবাংলা রিপোর্ট(৩০ আগস্ট) :: কক্সবাজারের উখিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করানোর দায়ে স্থানীয় ১৫ দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে দুজন ১০ থেকে ১৭ বছর বয়সি দুই দালালও রয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ দিকে অনুপ্রবেশে সহায়তা করার বিজিবি তাদের আটক করে।
বিজিবি জানায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনুপ্রবেশ করাতে স্থানীয় কিছু মানুষ সহায়তা করছে।এদের মধ্যে স্থানীয় অনেকে অর্থের বিনিময়ে আর কিছু আত্মীয়তার কারনে রোহিঙ্গাদের এদেশে ঢোকানোর চেষ্টা করছে। তাদের মধ্যে ১৫জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি কর্তৃক আটক দালালদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) কাছে প্রেরণ করেছে।
Posted ১১:১২ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta