মোসলেহ উদ্দিন,উখিয়া(১৬ মে) :: কক্সবাজারের উখিয়ায় হোটেল শ্রমিকেরা আগামী শনিবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় উখিয়া যাত্রী ছাউনিতে অনুষ্ঠিত আলোচনা সভায় ৪৫০ জন শ্রমিক এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
হোটেল রেষ্টুরেন্ট বেকারী এন্ড কনফেকশনারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছৈয়দ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা পবিত্র রমজান মাসে শ্রমিকদের বেতনভাতা ও বোনাস সহ ন্যায্য পাওনা আদায় করার জন্য মালিক পক্ষের প্রতি জোরালো দাবি জানিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সুকুমার রোদ্র, সাংগঠনিক সম্পাদক নুরল আলম, অর্থ সম্পাদক সুলতান আহমদ ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলা উদ্দিন জানান, আগামী ৭২ ঘন্টার মধ্যে মালিক পক্ষ তাদের দাবী না মানলে শ্রমিকেরা আগামী শনিবার থেকে কর্মবিরতি কর্মসূচী পালন করতে বাধ্য হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটি স্মারক লিপি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta