শহিদুল ইসলাম,উখিয়া(১৯ জানুয়ারী) :: ককসবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির অাক্রমনে ইয়াকুব অালী (৪৫)নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
এসময় গুরুত্বর অাহত হয়েছে ৫জন। অাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোট লেখাকালীন পযর্ন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার ১৯জানুয়ারী ভোরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ওসি অাবুল খায়ের বলেন,শুক্রবার ভোরে একটি বন্য হাতির দল মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অাক্রমন করে।
এসময় ইয়াকুব অালী নামের এক রোহিঙ্গা হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় দশটি ঝুঁপটিও ভাংচুর করে।
Posted ৬:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta