হুমায়ূন রশিদ,টেকনাফ(২৬ মে) :: রাজনৈতিক গ্রুপিং ও বৈষম্যের শিকার হয়ে দীর্ঘদিন ধরে উন্নয়নে অবহেলিত হয়ে থাকা হ্নীলা ফুলের ডেইলের ক্ষতিগ্রস্থ রাস্তা-ঘাট নিজ উদ্যোগে মেরামত কাজ শুরু করেছে দক্ষিণ ফুলের ডেইল স্টুডেন্ট ফোরাম।
২৬মে সকালে উপজেলার হ্নীলা ফুলের ডেইলের ক্ষতিগ্রস্থ স্বউদ্যোগে মেরামত কাজ শুভ উদ্বোধন করেন হ্নীলা ইউপির সংরক্ষিত মহিলা (৩,৫ ও ৬নং ওয়ার্ড) নাসরিন কবির।
এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ একরাম,সহসভাপতি হাফেজ শাহ নেওয়াজ,সাধারণ সম্পাদক হাফেজ নুর কামাল,যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাঈন উদ্দিন,অর্থ সম্পাদক রহিম উল্লাহ,প্রচার সম্পাদক নাসির উদ্দিন,দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন,সদস্য হাফেজ তারেক,মোঃ নুর,নুরুল আবছার,মোঃ রশিদ,মোঃ সায়েম,আব্দুর রহমান,হাফেজ শেখ কায়সার উদ্দিন,হাফেজ মোঃ শহীদুল ইসলাম,মোহাম্মদ হোসাইন,জলাল উদ্দিন,ওমর ফারুক ও মোঃ আব্দুল্লাহ প্রমুখ।
উক্ত সংগঠনের নেতা-কর্মী ও সদস্যরা স্বেচ্ছায় পার্শ্ববর্তী বিলের মাটি ও বালু ভর্তি বস্তা দিয়ে অত্র গ্রামের ক্ষতিগ্রস্থ হয়ে জন চলাচলের অনুপযোগী রাস্তা সমুহ দ্রুত মেরামত করে আগামী বর্ষায় জন দূর্ভোগ লাঘবে স্বেচ্ছায় এসব সড়ক সংস্কার কাজ এগিয়ে চলছে বলে জানান।
স্থানীয় লোকজন এই গ্রামের গ্রামীণ অবকাটামো উন্নয়নে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির কারণে আজকে আওয়ামী লীগের ঘাঁটি হয়েও উন্নয়ন বঞ্চিত হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta