কক্সবাংলা ডটকম(২ সেপ্টেম্বর) :: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম গ্রামের ৭০০-রও বেশি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
উপগ্রহ চিত্রের বরাত দিয়ে সংস্থাটি বলেছে, মিয়ানমার থেকে পাওয়া নতুন উপগ্রহ-চিত্রে দেখা যাচ্ছে যে একটি রোহিঙ্গা মুসলিম গ্রামের ৭০০-রও বেশি বাড়িতে আগুন জ্বলছে।
এসব ছবি গভীর উদ্বেগজনক, এবং এতে ধারণা পাওয়া যাচ্ছে যে রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে ধ্বংসলীলার মাত্রা আসলে আগে যা ভাবা হয়েছিল তার চাইতে অনেক বেশি।
মিয়ানমারের সেনাবাহিনী এবং সন্দেহভাজন রোহিঙ্গা জঙ্গিদের মধ্যে সংঘর্ষের পর গত সপ্তাহে হাজার হাজার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে ঢুকেছে।
পালিয়ে আসা এই শরণার্থীরা বলছে, মিয়ানমারের সৈন্যরা তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে। দেখা মাত্রই কুপিয়ে, গুলি করে হত্যা করেছে।
তবে মিয়ানমারের সরকার এ কথা অস্বীকার করেছে। সরকার বলছে, তাদের নিরাপত্তা বাহিনী গত মাসে ঘটা একটি আক্রমণের মোকাবিলা করছে- যাতে রোহিঙ্গা জঙ্গিদের হাতে ২০টি পুলিশ ফাঁড়ি আক্রান্ত হয়েছিল।
জাতিসংঘের অনুমান অনুযায়ী এ পর্যন্ত ৫৮ হাজার শরণার্থী বাংলাদেশে ঢুকেছে। অন্য আরো প্রায় ২০ হাজার লোক সীমান্ত এলাকায় নাফ নদীর তীর বরাবর আটকে রয়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনীর অফিস বলছে, রাখাইন রাজ্যের সহিংসতায় এ পর্যন্ত ৪০০ লোক নিহত হয়েছে – যার অধিকাংশই রোহিঙ্গা মুসলিম।
তারাও সমান দোষে দোষী।ঈদুল আজহা উপলক্ষ্যে তুরস্কের ইস্তানবুলে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান আরও বেশি রোহিঙ্গাদের প্রবেশের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান। তিনি এ বিষয়ে চলতি বছরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দেন। রোহিঙ্গাদের তুরস্কও সহায়তা দেবে বলে অঙ্গীকার করেছেন এরদোয়ান।
মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
এসময় হাসান রুহানি মিয়ানমারে মুসলিমদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
হাসান রুহানি বলেন, বিশ্বের যেকোনো জায়গায় মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন হোক না কেন ইরান তা সহ্য করবে না।
এসময় ইরানি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়েও কথা বলেন। পারস্য উপসাগরীয় দেশগুলোতে যে সমস্যা দেখা দিয়েছে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তৈরি করা হয়েছে; ইরান এমন যুক্তিতে বিশ্বাস করে না- বলেন রুহানি।
Posted ৮:১২ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta