কক্সবাংলা ডটকম(১৬ আগস্ট) :: ২০১৬-১৭ মরশুমে উয়েফা ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’ দৌড়ে প্রথম তিন রয়েছেন জিয়ানলুইগি বুফোঁ, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ মঙ্গলবার ইউরোপিয়ান ফুটবল সংস্থা যে তালিকায় প্রকাশ করেছে তাতে প্রথম তিনে রয়েছেন এই তিন মহাতারকা৷
ইতালির বিশ্বকাপ জয়ী গোলকিপার বুফোঁ গত বছর জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দারুণ ভূমিকা নিয়েছিলেন৷ চ্যাম্পিয়ন হতে পারেননি কারণ ক্যাডিফে রিয়াল মাদ্রিদের কাছে ১-৪ গোলে পর্যদুস্ত হয়েছিল ইতালির এই ক্লাব৷
বুফোঁর সঙ্গে দৌড়ে রয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি৷ এর আগে দু’বার উয়েফা’র বর্ষসেরা ফুটবলার হয়েছেন৷ গত ছ’ বছরে বিশ্ব ফুটবলের সেরা খেতাবে মেসির সঙ্গে জোর লড়াই হচ্ছে রোনাল্ডোর৷
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta