মোসলেহ উদ্দিন,উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
এতে আহত হয়েছে অন্তত ২০জনের মত।
রোববার (৪ অক্টোবর) সকালে কুতুপালং ক্যাম্পের অভ্যান্তরে এই ঘটনাটি ঘটেছে।
আহতরা এনজিও স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।
নিহতরা হলো- কুতুপালং ক্যাম্প ২ ওয়েষ্ট এর ডি ৫ ব্লকের মৃত সৈয়দ আলমের ছেলে ইমাম শরীফ (৩২) ও ডি ২ ব্লকের মৃত ইউনুসের ছেলে শামসুল আলম (৪৫)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোরশেদ হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। দুপক্ষের সাংঘর্ষিক কারনে এখনো ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে।
ক্যাম্পে সার্বিক পরিস্থিতি নিয়ন্তণে র্যাব, পুলিশ ও আর্মড ব্যাটালিয়ানের সদস্যরা টহল জোরদার করেছে বলে পুলিশ জানিয়েছে।
Posted ৫:০৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০
coxbangla.com | Chanchal Das Gupta