মোসলেহ উদ্দিন,উখিয়া(১৪ আগস্ট) :: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উখিয়ায় শ্রী কৃষ্ণের জন্মতিথি ‘জন্মাষ্টমী’ উদযাপন করা হয়েছে। দীর্ঘ ১৫ কি: মিটার পায়ে হেটে র্যালীতে অংশ নেয় হিন্দু নারী পুরুষ।
সোমবার বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উখিয়া শাখার উদ্যোগে উখিয়া প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভাপন্ন হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সাধারন সম্পাদক যথাক্রমে স্বপন র্শমা রনি, এড রবিন্দ্র দাশ রবি।
এতে সহযোগিতা করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি উখিয়া শাখা। সৎ সংঘ পরিষদ, অদ্দৈতানন্দ পরিষদ, অচ্যুতানন্দ পরিষদ, বাংলাদেশ শীল কল্যান সমিতি, চিন্তাহরী স্মৃতি সংসদ, লোকনাথ যুব সমিতি, জনকল্যাণ সমিতি, শ্রী কৃঞ্চ গীতা স্কুল, ধুরুংখালী সমাজ কমিটি, উখিয়া সমাজ কমিটি, তম্ব্রু পুজা কমিটি। এছাড়াও পালংখালী, রাজাপালং, রতনাপালং, জালিয়াপালং, ও হলদিয়াপালং ইউনিয়ন পুজা উদযাপন পরিষদরে কর্মকর্তাবৃন্দ।
বর্ণঢ্য শোভাযাত্রা শেষে উখিয়া মডলে সরকারি প্রাথমিক বদ্যিালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। স্বপন র্শমা রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন~ এড রবিন্দ্র দাশ রবি, বেবী প্রভা, হারাধন চক্রবর্তি, মৃদুল আইচ, রুপন রায় চৌধুরী, অলক রুদ্র, গৌরাঙ্গ পাল, রতন দেওয়ান্জী, কাজল সেন, জয়ধন ঘোষ, উল্লাস ধর, সজল কান্তি ধর, শিমুল দাশ, বিরশ্বর রুদ্র, কার্তিক র্শমা, সুমন র্শমা, রাজিব বিশ্বাস, জয়দ্বীপ রুদ্র, ইমন মল্লিক বাবু, কাজল দাশ, কাজল বিশ্বাস, কাজল আইচ, ছোটন চৌধুরী, অজিত র্শমা, নিতাই, আপন শূমা, রাজিব র্শমা,
কাজল সেন, রাজিব বিশ্বাস, শিবু ঘোষ, রাসেল ঘোষ, জয়ধন ঘোষ, সতিশ র্শমা, রাস্টন দেবনাথ, উতপল বিশ্বাস,সুজন দেবনাথ, মানিক চক্রবর্তি অলক ভট্রাচার্য, রিপন দাশ, বিমল চক্রবর্তি, শোভা রানী দে, পুজা ধর, সোহেল ঘোষ, স্বপন দে প্রমুখ।
বক্তারা, হরি মন্দির, উখিয়া সদরের শ্বসান, হারাশিয়া হিন্দু শ্বসান, বালুখালী হিন্দু শ্বসানের সৃষ্ট সমস্যা লাঘবে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
Posted ১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta