কক্সবাংলা ডটকম(১৮ আগস্ট) :: মার্কিন সেনার কাছে থেকে শীঘ্রই ছটি অ্যাপাচে AH64E অ্যাটাক হেলিকপ্টার পেতে চলেছে সেনা৷
বৃহস্পতিবার এবিষয়ে সবুজ সংকেত দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিষশন কাউন্সিল৷ যার জন্য খরচ হবে ৪ হাজার ১৬৮ কোটি টাকা৷
এর আগে ২০১৫-এ ৩.১ বিলিয়ন টাকা খরচ করে ২২টি বোয়িং ও ১৫টি চিনুক হেভিলিফটেড চপার অর্ডার করেছিল ভারতীয় সেনা৷
সূত্রের খবর, অত্যাধুনিক এই হেলিকপ্টার এক মিনিটে ১২৮ টি টার্গেটে হামলা চালাতে পারে৷
এছাড়া যুদ্ধ কপ্টারের চালকদের যেহেতু স্থাল সেনার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হয় তাই এই নয়া কপ্টার তাদের আরও সাহায্য করবে বলে মনে করা হচ্ছে৷
বোয়িং-এর সঙ্গে ৩.৪ বিলিয়ন অর্থের চুক্তিতে ২৬৮টি অ্যাপাচে অ্যাটাক কপ্টার কিনেছে মার্কিন সেনা৷ এখনও পর্যন্ত বিভিন্ন দেশে ২২০০ টি অ্যাপাচে বিক্রি করেছে বোয়িং৷
Posted ২:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta