কক্সবাংলা ডটকম(২৪ ডিসেম্বর) ::ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। পেয়েছেন পঞ্চম ব্যালন ডি’অর খেতাব। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক ট্রফিও জিতেছেন। কিন্তু বছরের শেষটা আর ভাল হল কোথায়! ২০১৭-র শেষ এল ক্লাসিকোয় চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছে হারতেই হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সেই সঙ্গে তাঁর দলও লা লিগা জয়ের দৌড়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার থেকে ১৫ পয়েন্টে পিছিয়ে গেল। স্যান্টিয়াগো বার্নাবিউ, যা কিনা রিয়ালের ঘরের মাঠ, সেখানেই বার্সার কাছে ০-৩ গোলে হারলেন রোনাল্ডোরা। বার্সার হয়ে একটি করে গোল সুয়ারেজ, মেসি এবং ভিদালের।
চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি প্যারিস সেন্ট জার্মান। অর্থাৎ যাঁরা কিনা বিশ্বের অন্যতম শক্তিশালী দল। এদিকে, লা লিগায় অনেকটাই এগিয়ে গিয়েছে লিও মেসির বার্সেলোনা। গতবারের চ্যাম্পিয়ন রিয়ালকে খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হত। আর ম্যাচের শুরুটা সেভাবেই করেছিলেন রোনাল্ডোরা। প্রথমার্ধে বেশ চনমনেই দেখিয়েছিল পর্তুগিজ মহাতারকাকে।
উত্তেজক, ঘটনাবহুল, আক্রমণ-প্রতিআক্রমণে শাণিত ফুটবল৷ এক কথায় জমজমাট এল ক্লাসিকো৷ স্যান্টিয়াগো বার্নাব্যু-তে এমন রূপকথার ফুটবলে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা কোটি কোটি সমর্থককে বড়দিনের উপহার দিল বার্সেলোনা৷ রিয়ালকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করে লিগ জয়ের পথে বড়সড় লাফ দিলেন লিওনেল মেসিরা৷ রোনাল্ডোর সঙ্গে ব্যক্তিগত দ্বৈরথেও টেক্কা দিলেন লিও-টেন৷
নিজেদের ডেরায় সম্পূর্ণ ম্যাচ-ফিট রোনাল্ডোকে দিয়ে লড়াই শুরু করলেও রিয়াল কোচ জিদান রিজার্ভ বেঞ্চে রাখেন গ্যারেথ বেলকে৷ ইসকোর জায়গায় মাতেওকে প্রথম এগারোয় রেখে চমক দেওয়ার চেষ্টা করেন জিজু৷
বার্সা কোচ ভালভারদে অবশ্য পূর্ণ শক্তির প্রথম একাদশেই আস্থা রাখেন৷ ডিপর্টিভ-র বিরুদ্ধে জয় তুলে নেওয়া দলে একমাত্র পরিবর্তন বলতে সার্জিও বাসকোয়েটস দলে ফেরেন পাকোর বদলে৷
ম্যাচের শুরুতেই রোনাল্ডোর হেডার বার্সার জালে জড়িয়ে গেলেও অফসাইডের জন্য তা বাতিল হয়৷ প্রথমার্ধে রোনাল্ডো একজোড়া গোলের সুযোগ হাতছাড়া করেন৷ মেসির একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এবং রিয়াল গোলরক্ষকের তৎপরতায় সুয়ারেজের একটি শট রিয়ালের তেকাঠি অতিক্রম করতে ব্যর্থ হয়৷
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ছবিটা বদলে যায়৷ ৫৪ মিনিটে রবার্তোর পাশ থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ৷ ৬৩ মিনিটে মেসির বাড়ানো বলে সুয়ারেজের আগুনে শট রিয়াল পোস্টে লেগে প্রতিহত হয়৷ ফিরতি বল হেডারে জালে রাখার চেষ্টা করেন পাউলিনহো৷ তবে ড্যানিয়েল কার্ভাজল হাত দিয়ে বলের গতিরোধ করেন এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন৷ বার্সা পেন্টাল্টি পেলে ৬৪ মিনিটে স্পট কিক থেকে গোল করেন মেসি৷
বেলকে নামিয়ে জিদান আক্রমণের ঝাঁঝ বড়ানোর চেষ্টা করেন বটে, তবে দশ জনের রিয়ালের পক্ষে বার্সার আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব ছিল না৷ দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে মেসির মাইনাস থেকে দূরপাল্লার শটে গোল করেন ভিদাল৷ নিজেদের ডেরায় রিয়াল ৩-০ গোলের বড় ব্যবধানে হার মানতে বাধ্য হয়৷
এল ক্লাসিকো জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনা ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে বাকিদের থেকে দূরত্ব বাড়িয়ে নেয় আরও কিছুটা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে তারা এগিয়ে ৯ পয়েন্টে৷ রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেললেও রোনাল্ডোদের থেকে মেসিরা এগিয়ে যায় ১৪ পয়েন্টে৷ ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে লিগ টেবিলের চতুর্থ স্থানে৷
লা লিগার সংক্ষিপ্ত পয়েন্ট টেবিল
১) বার্সেলোনা- ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট৷
২) অ্যাটলেটিকে মাদ্রিদ- ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট৷
৩) ভ্যালেন্সিয়া- ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট৷
৪) রিয়াল মাদ্রিদ- ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট৷
৫) সেভিয়া- ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট৷
Posted ২:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta