
কক্সবাংলা ডটকম(৫ আগস্ট) :: টানা ৯ বছর তিনি রাজত্ব করেছেন। ট্র্যাকে ১০০ মিটার একক দৌঁড়ে ছিলেন অবিসংবাদিত রাজা। ট্র্যাকে জীবনের শেষ একক দৌঁড়টিতেও জয়ের মালা ছিনিয়ে নেবেন এমন আশা ছিল বোল্টের ভক্ত-সমর্থকদের। সেটি হয়নি। লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম তো হতেই পারেননি, এমনকি রৌপ্য পদকটাও নিজের করতে পারেননি তিনি। নিজের প্রিয় ইভেন্টে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে গতিদানব উসাইন বোল্টকে।

শনিবার লন্ডনে অনুষ্ঠিত ফাইনালে ৯.৯২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।ক্রিস্টিয়ান কোলম্যান দ্বিতীয় হয়েছেন ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে। আর ৯.৯৬ সেকেন্ডে দৌঁড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন বোল্ট।
বোল্ট স্মরণকালের সেরা এক এথলেট। অলিম্পিকে ৮টি স্বর্ণপদক জিতেছেন তিনি। এর মধ্যে অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন ৩ টি। তার আগে-পরে আর কেউ অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে এতগুলো স্বর্ণপদক জিততে পারেননি।

তবে হারলেও বীরের বেশেই মাঠ ছেড়েছেন উসাইন বোল্ট। দৌড়ের শুরু থেকে শেষ পর্যন্ত গ্যালারি থেকে ভেসে এসেছে ‘বোল্ট’ ‘বোল্ট’ গর্জন। এমনকি দৌড়ে তৃতীয় হওয়ার পরও অনেকে তার নামে শ্লোগান দিয়েছে।

অন্যদিকে ১০০ মিটার দৌড়ের নতুন চ্যাম্পিয়ন জাস্টিন গ্যাটলিন স্টেডিয়ামে বোল্টের সামনে হাঁটু গেড়ে বসে তাকে অভিবাদন জানিয়েছেন। বোল্ট স্বর্ণজয়ী গ্যালটিনকে বুকে টেনে নিয়েছেন।

স্বর্ণ হারিয়েও ভেঙ্গে পড়েননি। গুটিয়ে যাননি। ভক্ত আর দর্শকদেরকে নিজের ট্রেডমার্ক উদযাপনের আনন্দ থেকে বঞ্চিত করেনি। উদযাপনের সেই চিরচেনা ভঙ্গীতে পোজ দিয়েছেন বোল্ট। প্রতিবার সোনা জেতার পর এভাবে জয়কে উদযাপিত করতেন তিনি।

এদিকে সোনা জিতে দারুণ এক কৃতিত্ব দেখিয়েছেন জাস্টিন গ্যাটলিন। এর আগে মাদক নিয়ে ট্র্যাকে নামার অভিযোগে দুইবার নিষিদ্ধ হওয়া গ্যালটিন দুর্দান্ত দাপটে ফিরে এসেছেন। সবাই যখন ভাবছিলেন, গ্যাটলিন হয়তো ট্র্যাক থেকে একেবারেই ছিটকে পড়বেন, সেখানে তিনি প্রমাণ করেছেন, নিজের উপর বিশ্বাস, চেষ্টা আর দৃঢ়তা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta