বিশেষ প্রতিবেদক(২৭ মে) :: আগামীকাল ২৮ মে রবিবার থেকে শুরু হতে যাচ্ছে মুসলিম উম্মাহ’র পবিত্র মাহে রমজান মাস। সিয়াম সাধনার এই মাসে পণ্যমূল্য নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণ করেছে কক্সবজার জেলা প্রশাসন। ইতোমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসনের একটি টিম শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেছে।
পরিদর্শনকালে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, ওজনে কারচুপি পরিহার ও ভেজালমুক্ত খাদ্য বিক্রিসহ নানা নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া প্রধান সড়ক ও অলি-গলি সমূহ যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগকে অবহিত করা হয়। নির্দেশনার আলোকে রোজার একমাস পর্যন্ত গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকার কথা রয়েছে। উচ্ছেদ করা হবে অবৈধ ভাসমান দোকান ও ফুটপাত দখল।
পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গঠনমূলক পরিকল্পনা নিয়েছে জেলা পুলিশ। জেলার ছোট-বড় বাজার, প্রসিদ্ধ শপিং মল, হাসপাতাল, আদালত চত্বর, ও জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় সর্বদা সক্রিয় থাকবে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম।
সাদা পোশাকে ক্রেতা ও সাধারণ মানুষের ছদ্মবেশে মাঠে থাকবে পুলিশ। তাদের সাথে যোগ হবে র্যাবের চৌকষ টহল দল।
ব্যবসায়ীরা জানান, এবার জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে। চাহিদার তুলনায় দ্বিগুণ পণ্য মজুদ আছে। কিন্তু চিনি ও ছোলার দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তাই ভোক্তা সাধারণ মনে করেন, বাজারে প্রশাসনের নিয়মিত তদারকি থাকতে হবে। এরমধ্যে পণ্যের নিয়ন্ত্রণ করতে না পারলে পরে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে।
একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতি বছর রোজা আসলে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। নানা অজুহাতে বাড়িয়ে দেয় পণ্যের দাম। এতে বাজারে গেলে অসহায় হয়ে পড়ে ভোক্তা সাধারণ। এবারও একই আশংকা উড়িয়ে দিচ্ছেন না সুধী মহল। তাই এসব অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চিহ্নিত করে কঠোরভাবে দমন করা উচিৎ।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়িদের পরামর্শ বা সতর্ক করার জন্য বাজার পরিদর্শন করা হয়েছে। পরে কোন অনিয়ম পেলে সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। পুরো রমজান মাস জুড়ে মাঠে সক্রিয় থাকবে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত বাজারে পণ্যমূল্য কঠোরভাবে মনিটরিং করবে। তাছাড়া পণ্যে ভেজাল, ওজনে কম দেওয়া এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত কঠোর থাকবে বেশি।
কক্সবাজার দোকান মালিক ফেডারেশনের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ বলেন, রমজানে ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে। পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে পারবে না। তবে অসাধু ব্যবাসায়ীদের কারসাজি রোধে নিয়মিত বাজার মনিটরিং থাকতে হবে।
পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেল জানান, রমজান উপলক্ষে জেলাজুড়ে আলাদা নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজার, মার্কেট ও বিভিন্ন এলাকায় সক্রিয় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। থাকবে র্যাব ও গোয়েন্দা সদস্যরা। পবিত্র এই মাসে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথে দমন করা হবে।
জেলা প্রশাসক মোঃ আলী হোসেন জানান, রমজানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজার ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ইতোমধ্যে ব্যবসায়ী ও সুশীল মহল নিয়ে প্রস্তুতি বৈঠক করা হয়েছে। গঠন করা হয়েছে কমিটি। এরইমধ্যে ওই কমিটির সদস্যরা বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও সতর্ক বার্তা জারি করেছে। তারপরও পণ্যের কৃত্রিম সংকট, ভেজালসহ অস্বস্থিকর পরিস্থিতি দেখা দিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিক জেল-জরিমান করা হবে।
তিনি এব্যাপারে ব্যবসায়ীসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta