বিশেষ প্রতিবেদক(২৪ আগস্ট) :: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-র দিনে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা,দূষণরোধ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে নির্দ্দিষ্ট স্থানে কোরবানী দেয়ার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,সমাজ,মহল্লা ও পাড়ার সর্দার ও বিশিষ্টজনদের সাথে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং স্থানীয়দের জীবন মান উন্নয়নে জেলায় লক্ষাধিক টাকার বিভিন্ন মেগা প্রকল্প নিয়েছেন। এগুলো বাস্তবায়নে সকলকে সহযোগীতা করতে হবে। পাশাপাশি কক্সবাজারের পরিবেশ সুন্দর ও নিরাপদ রাখা আমাদের সকলের দায়িত্ব।
এ ছাড়া তিনি আরো বলেন,আমরা সকলে জানি পশু কোরবানী দেয়া যেমন ফরজ, ঠিক তেমনি পরিস্কার পরিচ্ছন্নতাও ঈমানের অঙ্গ। পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা,দূষণরোধ ও শহরকে পরিচ্ছন্ন রাখতে নির্দ্দিষ্ট স্থানে কোরবানী দেয়ার লক্ষ্যে প্রয়োজনে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। এতে সমাজের সকলকে সম্মিলিতভাবে সহযোগীতা করার আহবান জানান তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আনোয়ারুল নাসের, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ, ইমাম সমিতির সভাপতি,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল. এ্যাডভোকেট ফরিদুল আলম,সিনিয়র সহকারি পুলিশ সুপার ( ট্রাফিক ) বাবুল চন্দ্র বণিক, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (আরডিসি ) জুয়েল আহমেদ,ফারজানা প্রিয়াংকা ও মোহাম্মদ সেলিম শেখ, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, পৌরসভার মেয়র মাহবুবুর রহমান, প্রাণী সম্পদ, মার্কেটিং ও সোনালী ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভার ১২টি ওয়ার্ডে কোরবানী দিতে ৬২টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। এ ছাড়া সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদেও নির্ধারিত স্থানে কোরবানী দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
Posted ৯:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta